
বাংলা গানের দুই কিংবদন্তি সাবিনা ইয়াসমিন ও ফরিদা পারভীন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। দুই শিল্পীর অসুস্থতার খবরে উদ্বিগ্ন লাখো অনুরাগী। এখন কেমন আছেন দুই গানের পাখি? শিল্পীদ্বয়ের খবর জানাচ্ছেন কামরুল ইসলাম।প্রায় দেড় যুগ আগে একবার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেরেও উঠেছিলেন সেবার। কিন্তু নাছোড়বান্দা ব্যাধি তাকে ছাড়ছে না। কিছুদিন আগে ফের ক্যান্সার হানা দেয় শিল্পীর শরীরে।বিরতি কাটিয়ে ফিরলেন এই শুক্রবারে (৩১ জানুয়ারি)। ঢাকার একটি পাঁচতারা হোটেলে তাকে নিয়ে আয়োজন করা হয় একক সংগীতানুষ্ঠান ‘আমি আছি থাকব’। যথাসময়ে মঞ্চে হাজির হয়ে সোয়া এক ঘণ্টার মতো গাইলেনও।এর মধ্যেই অসুস্থ বোধ করেন শিল্পী। ভার্টিগো সমস্যার কারণে ভারসাম্য হারিয়ে পড়ে যান।
তার মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, শনিবার তাকে আরেকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে প্রথমে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। তার সহযোগী সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ বলেন, ‘তাঁর অবস্থা এখন অনেক ভালো। তিনি চিকিৎসাধীন মহাখালীর একটি হাসপাতালে। রাখা হয়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শিল্পীর স্বামী বংশীবাদক গাজী আব্দুল হাকিম জানান, শনিবার সকালে শ্বাসকষ্ট দেখা দেয় ফরিদা পারভীনের। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। তবে এখনো আইসিইউতে রাখা হয়েছে। সবাই তার জন্য দোয়া করবেন। আমাদের বিশ্বাস, আল্লাহ তাআলার রহমত আর ফরিদার অসংখ্য ভক্ত-শ্রোতার দোয়ায় সে ভালো হয়ে ফিরবে।’