Dhaka 5:40 am, Sunday, 16 March 2025

লালমনিরহাটে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত

লালমনিরহাটে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় সদরের তেলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, জুমার নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় জিসান ও সজিবের। সেসময় জিসানকে মারধর করে সজিব ও তার সাথের কয়েকজন। ছিনিয়ে নেয় তার মোবাইল। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার ওপরও চড়াও হন তারা। পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

লালমনিরহাটে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৮

Update Time : 11:46:55 am, Saturday, 8 March 2025

লালমনিরহাটে মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৮ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৪জনকে আটক করেছে সদর থানা পুলিশ। শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যায় সদরের তেলীপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।স্থানীয়রা জানায়, জুমার নামাজের সময় মসজিদে হাসাহাসিকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয় জিসান ও সজিবের। সেসময় জিসানকে মারধর করে সজিব ও তার সাথের কয়েকজন। ছিনিয়ে নেয় তার মোবাইল। প্রতিবাদ করতে গেলে জিসানের বাবার ওপরও চড়াও হন তারা। পরে সন্ধ্যায় মোবাইল ফেরত দেয়ার কথা বলে ডেকে নিয়ে আবারও মারধর করা হয় জিসানকে। খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা হামলা চালিয়ে সজীবের বাড়িঘর ভাঙচুর করে। আহত হন কয়েকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। গুরুতর আহত দুজন রংপুর মেডিকেলে চিকিৎসাধীন।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, এ ঘটনায় ৪জনকে আটক করা হয়েছে। যৌথবাহিনীর উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে।