Dhaka 10:12 pm, Saturday, 29 March 2025

হবিগঞ্জে ট্রাকচাপায় দুইজন নিহত

হবিগঞ্জের বাহুবল মডেল থানা।

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও দুইজন। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)। আহতরা হলেন- টাঙ্গাইলের আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুর উল্যার ছেলে অটোরিকশাচালক বাচ্চু মিয়া (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিনজনকে সবার আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। এ সময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুরে পৌঁছলে রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হন। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ আরও দুইজন।বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

হবিগঞ্জে ট্রাকচাপায় দুইজন নিহত

Update Time : 09:19:31 pm, Wednesday, 26 March 2025

হবিগঞ্জের বাহুবলে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অটোরিকশাচালকসহ আরও দুইজন। আজ বুধবার (২৬ মার্চ) দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের আদিত্যপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. মারুফ (৩৮) ও জামালপুরের বকশিগঞ্জ উপজেলার আলীরপাড়া গ্রামের আহমেদ আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ (৭৫)। আহতরা হলেন- টাঙ্গাইলের আল মামুন (৬৫) ও বাহুবল উপজেলার মানিকা বাজারের মঞ্জুর উল্যার ছেলে অটোরিকশাচালক বাচ্চু মিয়া (৩০)।পুলিশ সূত্রে জানা গেছে, তাবলিগ জামাতের ১২ সদস্য উপজেলার চলিতাতলা জামে মসজিদ পরিবর্তন করে আদিত্যপুর জামে মসজিদে যাওয়ার জন্য পায়ে হেঁটে রওনা হন। তাদের মধ্যে তিনজনকে সবার আসবাবপত্র নিয়ে একটি অটোরিকশা দিয়ে পাঠানো হয়। এ সময় অটোরিকশাটি মহাসড়কের আদিত্যপুরে পৌঁছলে রাস্তা ক্রসিং করার সময় সিলেটগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাবলিগ জামাতের দুই সদস্য নিহত হন। এ সময় আহত হন অটোরিকশাচালকসহ আরও দুইজন।বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার ভরপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বাহুবল মডেল থানা পুলিশ, বাহুবল ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ উপস্থিত হয়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের কাছে আছে।