
গাইবান্ধার গোবিন্দগঞ্জে থানা পুলিশের অভিযানে জাকিরুল ইসলাম ও আইদুল নামের ২ হ্যাকারকে আটক করেছে পুলিশ।গোবিন্দগঞ্জ থানার এসআই আবু তালেব ও এসআই তাহসিনুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে হ্যাকার জাকিরুল ও আইদুলকে গ্রেপ্তার করে মঙ্গলবার (২০ মে) আদাল
তে প্রেরণ করেন। আটক জাকিরুল উপজেলার বালুয়া বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে ও আইদুল ইসলাম একই এলাকার আব্দুলের ছেলে।জানা গেছে, আটক দুই ব্যক্তি মোবাইল ব্যাংকিং অ্যাকউন্ট হ্যাকড করে গরীর, দুঃখী মানুষের বয়স্ক ভাতা, বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা-ভোগীদের লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম তাদেরকে আটকের বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১০টা থেকে গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে যৌথবাহিনী অভিযানে দুই চিহ্নিত হ্যাকারের বাড়ি থেকে বিপুল পরিমাণ সিম কার্ড, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার ও নগদ টাকা জব্দ করা হয়। তবে অভিযানকালে জুয়েল ও রনি বাড়িতে উপস্থিত না থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি।