Dhaka 7:36 pm, Saturday, 24 May 2025

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন। রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)।

জানা গেছে, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলি আহমেদ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফুল ইসলামের দুইজন নিহত হন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে দু’জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২

Update Time : 06:00:59 pm, Sunday, 26 January 2025

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ হয়। এতে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৩০ জন। রোববার (২৬ জানুয়ারি) রায়পুরা উপজেলার বাঁশগাড়ি চরাঞ্চলে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলমগীর হোসেন আলম (৩২) ও আলি আহমেদ (২৪)।

জানা গেছে, বাশগাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফুলের সঙ্গে বর্তমান চেয়ারম্যান জাকিরের জমি নিয়ে দ্বন্দ্ব দীর্ঘদিনের। এর জেরে সকালে সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। একপর্যায়ে দেশীয় অস্ত্রের পাশাপাশি ছোড়া হয় গুলি। এতে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাবেক চেয়ারম্যান আশরাফুলের সমর্থক আলমগীর হোসেন আলম ও আলি আহমেদ। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।

খবর পেয়ে রায়পুরা থানা পুলিশসহ অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছেন। আহতদের উদ্ধার করে নরসিংদী নবীনগর বাঞ্ছারামপুরসহ বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয়। এতে আশরাফুল ইসলামের দুইজন নিহত হন।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আদিল মাহমুদ জানিয়েছেন, চর দখল ও এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে দু’জন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে বলে জেনেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।