
বরগুনার আমতলীতে লাইসেন্স নবায়ন না থাকায় ইউনিক স্পেশালাইজড হসপিটাল ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে অর্থদন্ড ও হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করেন আমতলী উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইফতি হাসান ইমরান।
বুধবার (১২ মার্চ) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত আমতলী উপজেলার এ.কে. স্কুল চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ৪ বছর ধরে স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে দি মেডিকেল প্র্যাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৮ ধারা লংঘনের দায়ে ১৩(১) ধারা মতে ৫০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশদেন।
১ বছর ধরে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ২ টি ইউনিটের স্বাস্থ্য অধিদপ্তরের লাইসেন্স নবায়ন না থাকায়, টেকনিশিয়ান ছাড়া সাধারণ লোক দিয়ে এক্স-রে পরিচালনা করায়, পরীক্ষা-নিরীক্ষার মূল্যের তালিকা প্রদর্শন না করায় ইউনিক স্পেশালাইজড হসপিটালকে দি মেডিকেল প্র্যাক্টিস এন্ড প্রাইভেট ক্লিনিক এন্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স ১৯৮২ এর ৭,৮,৯(জি) ধারা লংঘনের দায়ে ১৩(২) ধারা মতে ২০০০০ (বিশ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।এসময় টেকনিশিয়ান ব্যাতিত রেডিওলোজিক্যাল পরীক্ষা বন্ধ রাখার আদেশ প্রদান করা হয় বলে এ তথ্য জানান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আধালতের পেশকার মো. কামাল।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার চিন্ময় হালদার ও আইনশংখলা রক্ষাকারী বাহিনির সদস্যরা।