
গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচ্চাভিলাষী পরিকল্পনার বিপরীতে পাল্টা পরিকল্পনা সাজিয়েছে মিশর। যেখানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে বাদ দিয়ে আরব, মুসলিম এবং পশ্চিমাদের নিয়ে গঠিত একটি অন্তর্বর্তী সংগঠনের মাধ্যমে গাজাকে শাসন করার পরিকল্পনা করা হয়েছে।মিশরের এই প্রস্তাবটি মঙ্গলবার (৪ মে) আরব লীগ সম্মেলনে উপস্থাপন করা হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধ বন্ধের স্থায়ী সমাধানের পরে নাকি আগে মিশরের এই পরিকল্পনা বাস্তবায়ন হবে তা প্রস্তাবে উল্লেখ নেই।
ট্রাম্পের পরিকল্পনায় ছিল তিনি ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে গাজা পুনর্গঠন করবেন। যা দ্বি-রাষ্ট্র গঠন পরিকল্পনার সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প তার পরিকল্পনা ঘোষণার পরই ক্ষোভে ফেটে পড়ে আরব বিশ্ব ও ফিলিস্তিনিরা। মিশরের পরিকল্পনা অনুযায়ী, হামাস সরকার পরিচালিত গাজায় গভর্ন্যান্স অ্যাসিটেন্ট মিশন পরিচালনা করবে। তবে তারা কতদিন এ দায়িত্বে থাকতে সেটি স্পষ্ট করা হয়নি। এই মিশনটি গাজায় মানবিক সহায়তা এবং পুনর্গঠনের দায়িত্ব পালন করবে। মিশরের প্রস্তাবিত পরিকল্পনায় আরও বলা হয়, গাজায় যদি হামাস তাদের ক্ষমতা ধরে রাখতে চায় তাহলে আন্তর্জাতিক কোনো সংস্থা সেখানে অর্থ সহায়তা করবে না এবং গাজা পুনর্গঠনেও তারা কাজ করবে না।
ট্রাম্পের প্রস্তাবনার বিপরীতে পাল্টা প্রস্তাব তৈরিতে গত এক মাস ধরে কাজ করে মিশর, জর্ডান এবং গালফ উপসাগরীয় আরব দেশ। যেখানে একাধিক পরিকল্পনার কথা বলা হয়েছে। এদের মধ্যে মিশরের প্রস্তাবটি সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে এ প্রস্তাবে অন্যান্য আরব নেতাদের সমর্থন রয়েছে কিনা রয়টার্স তা জানতে পারেনি।