
রাঙামাটির বাঘাইড়িতে গাছ বোঝাই গাড়ি উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চালক। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উপজেলার সীমান্ত সড়কের আর্যপুর এলাকায় এ ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে বাঘাইছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আকতার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সীমান্ত সড়কে মালামাল নিয়ে যাওয়ার পথে ট্রাক্টর উল্টে ঘটনাস্থলে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।