তবে ধর্ষণ ও ধর্ষণ শেষে হত্যার ঘটনায় অনেক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনালের বিচারকরা। কিন্তু বিচারের বাকি দুটি ধাপ পেরোতে লাগছে দীর্ঘ সময়। সেজন্য সুপ্রিম কোর্টে বিশেষ বেঞ্চ গঠন করে এ ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নিতে হবে বলে মনে করেন আইনজ্ঞরা।
এদিকে ধর্ষণের কিছু মামলায় দ্রুত নিষ্পত্তির নজির থাকলেও অধস্তন আদালতে বেশির ভাগ মামলাই বিলম্বে নিষ্পত্তি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক অধস্তন আদালতের একাধিক বিচারক বলছেন, বেশ কিছু কারণে মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হচ্ছে না। এর মধ্যে মামলা জট অন্যতম।