
এবারের একুশে গ্রন্থমেলায় বিশিষ্ট কথাসাহিত্যিক এম মিরাজ হোসেন এর দুইটি বই প্রকাশিত হয়েছে। ভ্রমণ কাহিনীমূলক বই দুটি হলো ‘আজব বাংলাদেশ’ এবং রোমান্টিক উপন্যাস ‘চিঠির আঁধারে’। বই দুইটি নওরোজ কিতাবিস্তান থেকে প্রকাশিত হয়।
বাংলাদেশের রহস্যময়, বিচিত্র ও অদ্ভুত স্থান, ইতিহাস ও স্থাপনা নিয়ে লেখা ‘আজব বাংলাদেশ’ বইটি পাঠক মহলে ব্যাপকভাবে সমাদৃত হয়। মেলার মাত্র ২০ দিনের মধ্যে বইটির ৪র্থ সংস্করণ শেষ হয়ে এখন ৫ম সংস্করণ চলছে।বইটির বিষয়ে প্রকাশক মনজুর খান চৌধুরী জানান, প্রতিবছর নওরোজ কিতাবিস্তান থেকে লেখক এম মিরাজ হোসেন এর নতুন বই প্রকাশিত হয়। এবারের গ্রন্থমেলায় তার দুইটি বই প্রকাশিত হয়েছে, চিঠির আঁধারে এবং আজব বাংলাদেশ। দুটো বই-ই পাঠকমহলে ভালো সাড়া পাচ্ছে।আমি চেষ্টা করেছি কিছু ভিন্ন ধর্মী স্থান, ইতিহাস এবং লোকগাথাকে তুলে ধরতে যা অনেকরই অজানা। এজন্য আমাকে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াতে হয়েছে। আমি চেষ্টা করেছি প্রতিটা জায়গার প্রচলিত গল্পের পাশাপাশি, সম্ভাব্য বাস্তবিক ব্যাখ্যা খুঁজে বের করার। হয়তো এই কারণেই এই বইটি পাঠকদের আকর্ষণ করেছে।