
বর্তমানে এসব প্রতিষ্ঠানের নিবন্ধিত অ্যাকাউন্ট ২৪ কোটি চার লাখ ৬৬ হাজার ৩৩৪ জন। কিন্তু এক মাস আগে জানুয়ারিতে নিবন্ধিত গ্রাহকসংখ্যা ছিল ২৩ কোটি ৯৩ লাখ দুই হাজার ৯৯১ জন। অর্থাৎ এক মাসে মোবাইল ব্যাংকিংয়ে নতুন করে ১১ লাখ ৬৩ হাজার ৩৪৩ জন গ্রাহক বেড়েছে। প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারিতে ক্যাশ ইন হয়েছিল ৪৮ হাজার ৯৮৮ কোটি টাকা।আর পরের মাস ফেব্রুয়ারিতে ক্যাশ ইন হয়েছে ৪৫ হাজার ৭২৬ কোটি টাকা। সেই হিসাবে ফেব্রুয়ারিতে ক্যাশ ইন কম হয়েছে তিন হাজার ২৬১ কোটি টাকা। জানুয়ারিতে উত্তোলন (ক্যাশ আউট) হয়েছিল ৫৫ হাজার ৫০৭ কোটি টাকা। আর পরের মাস ফেব্রুয়ারিতে উত্তোলন হয়েছে ৫১ হাজার ২১২ কোটি টাকা। এ ছাড়া ফেব্রুয়ারি মাসে ব্যক্তি থেকে ব্যক্তি, সরকারি থেকে ব্যক্তি (ভাতা), কর্মচারীদের বেতন পরিশোধ, বিদ্যুৎ বা গ্যাস বিল পরিশোধ এবং টকটাইম ক্রয় কমেছে।