
দেশের পুঁজিবাজারের ব্লক মার্কেটে গত সপ্তাহে ১২০ কোটি ২ লাখ ৯০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯১ কোটি ৭৪ লাখ ৯০ হাজার টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।গত সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে ব্যাংক এশিয়া পিএলসি, বিচ হ্যাচারি লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, রেনাটা পিএলসি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড,
তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি, কেডিএস অ্যাকসেসরিজ লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ও স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি ব্যাংক এশিয়ার ১৬ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ বিচ হ্যাচারির ১৫ কোটি ৩৪ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় সর্বোচ্চ ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে মার্কেন্টাইল ব্যাংকের চতুর্থ সর্বোচ্চ ১৪ কোটি ৭ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।