
নারায়ণগঞ্জে ছিনতাইকারী আখ্যা দিয়ে এক যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার (১২ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।গাছে ঝুলিয়ে নির্যাতন করা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো হয়েছে। ঝোলানো অবস্থায় উত্তেজিত কয়েকজন যুবক তাকে লাথি, ঘুষি মারছেন। এক পর্যায়ে ওই যুবককে পানি খাওয়ানো হয়। আর এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন অনেকে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের চায়ের দোকানি আজাদ মিয়া বলেন, ‘ছিনতাইকারী বইলা এক ছেলের মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়। পরে তাকে গাছে বেঁধেও মারধর করা হয়। লাঠি, রড দিয়ে পেটানো হয়। বেশ কিছুক্ষণ মারধরের পর তাকে ছেড়ে দেয়া হয়।’প্রায় সময়ই শহীদ মিনারে চোর, ছিনতাইকারী আখ্যা দিয়ে মারধরের ঘটনা ঘটে বলে জানান ওই চা দোকানি।
কিশোর-যুবক বয়সী ছেলেদের মারামারির ঘটনাও শহীদ মিনারের রোজকার হয়ে গেছে বলে জানান আশেপাশের দোকানিরা।যোগাযোগ করা হলে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাসির আহমদ বলেন, ভুক্তভোগী যুবক ও ঘটনার সঙ্গে জড়িতদের খোঁজ পাননি। পুলিশ প্রতিনিয়ত চুরি, ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে।তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়া যাবে না। সেক্ষেত্রে যিনি আইন নিজের হাতে তুলে নিবেন তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।