
যুক্তরাষ্ট্রের মিসৌরি এবং কেন্টাকিতে টার্নেডোর আঘাতে অন্তত ২১ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। কেন্টাকি গভর্নর আন্দে বেসেয়ার শনিবার (১৭ মে) এক্স পোস্টে বলেছেন, শুক্রবার রাতে ঝড়ের আঘাতে অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
এছাড়া মিসৌরিতে নিহত হয়েছে সাত জন। কর্তৃপক্ষ ঝড়ের পরই উদ্ধার অভিযান পরিচালনা করেছে। কেন্টাকি শেরিফ জন রুব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জানিয়েছেন, লেউরেল কান্ট্রি জুড়ে শুক্রবার টর্নেডোর আঘাতে অন্তত একাধিক ব্যক্তি আহত হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকায় জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। মিসৌরির মেয়র কারা স্পেনেসার জানিয়েছেন, তার শহরে টর্নেডোর আঘাতে পাঁচ জন নিহত হয়েছে। এছাড়া ৫ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
শেরিফ ডেরিক উইটলি সামাজিক যোগাযোগ মাধ্যমে শুক্রবার জানিয়েছেন, দক্ষিণ এসটি লুইস থেকে ২০৯ কিলোমিটার দূরে স্কট কান্ট্রিতে আঘাত হানা আরেকটি টর্নেডোতে দুই জন নিহত হয়েছে। এছাড়া বাড়িঘর ক্ষতিগ্রস্তসহ আরও অনেকে আহত হয়েছন।
এদিকে উইসকনসিনেও টর্নেডোর আঘাতে হেনেছে। এর ফলে গ্রেট লেক অঞ্চলে হাজারো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় কাটাচ্ছে এবং টেক্সাসে তাপপ্রবাহ দেখা দিয়েছে। শুক্রবার রাতে শিকাগো অঞ্চলে ধুলিঝড়ের সতর্কতা জারি করা হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ধুলোর একটি বিশাল ঝড় প্রায় ১৬১ কিলোমিটার (১০০ মাইল) জুড়ে দক্ষিণ-পশ্চিম শিকাগো থেকে উত্তর ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ছিল। যা দৃষ্টিসীমাকে মারাত্মকভাবে কমিয়ে আনে।