
লিটন কুমার দাস থাকবেন না, আগেই জানা ছিল। পিএসএলের পুরো আসরে খেলার জন্যই তাকে অনাপত্তিপত্র দিয়েছে বিসিবি। তার জায়গায় স্বাভাবিকভাবেই ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অঙ্কন। ওয়ার্কলোড বিবেচনায় নেই তাসকিন আহমেদও। তার জায়গায় প্রথমবার টেস্টে ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে চমক বলে এটুকুই। তবে টপঅর্ডারে কোনো বিকল্প ভাবতে পারেননি নির্বাচকরা। ফলে জিম্বাবুয়ের বিপক্ষেও সেই নড়বড়ে টপঅর্ডার নিয়েই মাঠে নামতে হবে টাইগারদের।আগামী ২০শে এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ।
এর আগে গতকাল এই ম্যাচের জন্য ১৫ জনের স্কোয়াড ঘোষণা করে বিসিবি।পেস আক্রণে প্রথমবার ডাক পাওয়া তানজিম সাকিব এরমধ্যে জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এখন পর্যন্ত ১৬ ম্যাচে তার শিকার ২৫ উইকেট।তবে এত পরিবর্তনেও টপঅর্ডার একই থেকে গেছে। ওপেনিংয়ে সাদমান ইসলাম, জাকির হাসান ও মাহমুদুল হাসান জয় টিকে গেছেন এই সিরিজেও। এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলেছেন জাকির, প্রথম টেস্টে সেঞ্চুরির পর বাকি ১৩ টেস্টে করেন মাত্র ৪টি ফিফটি। শেষ ৩ টেস্টে ২০ এর আগেই থেমেছে তার ইনিংস। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১৫ রান করার পর বাদ পড়েন দ্বিতীয় টেস্টের দল থেকে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়ের নামের সঙ্গে টেমপারেন্ট ভালো যোগ হয় শুরু থেকে।