
টি-২০ বিশ্বকাপে আজ সোমবার রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় সুপার এইটের আশা দেখছে টাইগাররা। বোলাররা দাপুটে পারফরম্যান্স ধরে রাখলেও, ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেন নি ব্যাটাররা।
আরো পড়ুন:আইসিসির স্বীকৃতি পেল মেজর লিগ ক্রিকেট
নিউইয়র্কের ড্রপ-ইন পিচে মানিয়ে নেয়ার চ্যালেঞ্জও রয়েছে টাইগারদের। প্রোটিয়াদের বিপক্ষে ভালো করতে হলে তাই বোলারদের সঙ্গে দায়িত্ব নিতে হবে ব্যাটারদেরও। এদিকে টানা দুই ম্যাচ জিতে ডি গ্রুপের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে হারালেই সুপার এইট নিশ্চিত হবে মিলার-ক্লাসেনদের। টি-২০তে কখনোই প্রোটিয়াদের হারাতে পারেনি বাংলাদেশ। ৮ ম্যাচের সবগুলোতেই জিতেছে প্রোটিয়ারা।আর বিশ্বকাপে তিন ম্যাচেই হেরেছে বাংলাদেশ।