
পাকিস্তান-নিউজিল্যান্ড পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হচ্ছে । এই সিরিজ শেষের আগেই ওয়ানডে সিরিজের দল দিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের এই দলে রয়েছে বিশেষ চমক।নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) সোমবার পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল দিয়েছে। ওয়ানডে সিরিজে কিউইদের নেতৃত্ব দেবেন টম লাথাম। ১৫ সদস্যের ওয়ানডে দলে আছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ক্রিকেটার নিক কেলি ও মুহাম্মদ আব্বাস। যার মধ্যে আব্বাস পাকিস্তানি বংশোদ্ভূত। তিনি আজহার আব্বাস হারাজের ছেলে।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ড অবশ্য একগাদা তারকা ক্রিকেটারকে পাচ্ছে না। আইপিএলে ব্যস্ত থাকায় মিচেল স্যান্টনার, ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপসের মতো ক্রিকেটাররা নেই পাকিস্তান সিরিজের দলে। কেইন উইলিয়ামসনও থাকছেন না এই সিরিজে। এছাড়া ওয়ার্কলোডের চিন্তা মাথায় রেখে কাইল জেমিসনকে নেওয়া হয়নি। চোট থেকে পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে থাকা ম্যাট হেনরিও খেলছেন ওয়ানডে দলে। জেমিসন সবশেষ ওয়ানডে খেলেছেন গত ৯ মার্চ দুবাইয়ে ভারতের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে। আর হেনরি আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন লাহোরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে।পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ সিরিজ দিয়েই দুই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন আদিত্য অশোক। কদিন আগে শেষ হওয়া ২০২৪-২৫ মৌসুমের ফোর্ড ট্রফিতে অশোক ৭ ম্যাচে নিয়েছেন ১০ উইকেট। নিউজিল্যান্ডের এই লিস্ট ‘এ’ ক্রিকেটে তিনি বোলিং করেছেন ৪.৯২ ইকোনমিতে।