
দরজায় কড়া নাড়ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর। আর কয়দিন বাদেই উৎসবে মাতবে ধর্মপ্রাণ মুসলমানরা। রমজানের ব্যস্ততা, কেনাকাটা ও অফিসের চাপের মাঝে অনেকেই ত্বকের ঠিকমতো যত্ন নিতে পারেন না।তাই ঈদের দিন উজ্জ্বল ও প্রাণবন্ত ত্বক পেতে আগেভাগেই যত্ন নেওয়া জরুরি।
কমলা ফেসপ্যাক:ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কমলা দারুণ উপকারী। দুই-তিন টেবিল চামচ কমলালেবুর রস, এক চামচ চন্দন গুঁড়া বা মুলতানি মাটি, এক চা-চামচ মধু ও এক চা-চামচ দুধ মিশিয়ে ফেসপ্যাক তৈরি করুন। মুখে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
শসার ফেসপ্যাক:শসা ত্বককে ঠান্ডা রাখে ও রোদে পোড়া দাগ দূর করতে সাহায্য করে। একটি শসা ব্লেন্ড করে দুই টেবিল চামচ টক দই মিশিয়ে নিন।
পেঁপের ফেসপ্যাক:পেঁপেতে থাকা এনজাইম ও ভিটামিন ‘সি’ ত্বক উজ্জ্বল করে। পাকা পেঁপে চটকে এক চা-চামচ মধু মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন।
অলিভ অয়েল ম্যাসাজ: প্রতিদিন রাতে মুখে কয়েক ফোঁটা অলিভ অয়েল ম্যাসাজ করলে ত্বক নরম ও উজ্জ্বল হবে।
হলুদের ফেসপ্যাক:এক চিমটি হলুদ গুঁড়া, এক চামচ দুধ ও এক চামচ মধু মিশিয়ে ঘন প্যাক তৈরি করুন। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন।
মধুর ফেসপ্যাক:এক চামচ মধুর সঙ্গে এক চামচ ডিমের সাদা অংশ মিশিয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক হাইড্রেটেড থাকবে।
বেসনের ফেসপ্যাক:এক টেবিল চামচ বেসনের সঙ্গে চার টেবিল চামচ কাঁচা দুধ ও পরিমাণমতো বাদাম তেল মিশিয়ে মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেললে ত্বক উজ্জ্বল হবে।
দুধের ফেসপ্যাক:এক চা-চামচ বেসন, এক চা-চামচ মুলতানি মাটি ও দুই টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে ২০ মিনিট মুখে রাখুন।
ফেসপ্যাক ব্যবহারের পর ২৪ ঘণ্টা কোনো কেমিক্যালযুক্ত প্রসাধনী এড়িয়ে চলুন।