
ইসলাম ধর্মাবলম্বীদের কাছে রমজান পবিত্র মাস। এ সময় তারকারাও সাধারণের মতোই ধর্মপালনের চেষ্টা করে থাকেন। সামনেই খুশির ঈদ। ইসলাম ধর্মাবলম্বীরা প্রায় প্রতি দিন রোজা রাখছেন। সন্ধ্যার পর ইফতার সারেন। একইভাবে রমজানের রোজা পালন করছেন দুই দেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমনিও।
সন্ধ্যায় তিনি সামাজিকমাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে দেখা যায়, দুই সন্তানকে নিয়ে পরিবারের সবার সঙ্গে ইফতার পার্টিতে মেতে আছেন নায়িকা। ছেলে পদ্ম বাকিদের মতো টেবিলে বসে খাওয়াদাওয়া করছে।টেবিলের ওপরে সাজানো রাশি রাশি খাবার। হলুদ সালোয়ার-কামিজে পরী। সবাইকে নিজ হাতে খাবার পরিবেশন করছেন। পরী কি বাকিদের মতোই রোজ রোজা রাখছেন?— একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তর নায়িকা হয়ে দিয়েছেন আপ্তসহায়ক তুরান মুন্সি। তিনি বলেছেন, দিদির ছেলে পদ্ম এখনো স্তন্যপান করে। তাই রোজ উপোস করা তার পক্ষে সম্ভব নয়। যেদিন তার পক্ষে রোজা রাখা সম্ভব, সেদিন তিনি তা পালনের চেষ্টা করেন। সেদিন তিনি নিখুঁতভাবে সব নিয়ম পালন করেন।প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি অন্তঃসত্ত্বা এবং নতুন মায়েদের জন্য নিজস্ব বস্ত্র বিপণি খুলেছেন অভিনেত্রী। ঈদের আগাম শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী।