
চীনের নৌবাহিনীর একটি যুদ্ধবিমান শনিবার প্রশিক্ষণ মহড়ার সময় বিধ্বস্ত হয়েছে। তবে পাইলট সফলভাবে বিমানটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, জানিয়েছে দেশটির সামরিক বাহিনী।নৌবাহিনী তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানায়, চীনা সামরিক বাহিনীর সাউদার্ন থিয়েটার কমান্ডের যুদ্ধবিমানটি হাইনান দ্বীপের একটি খোলা অঞ্চলে বিধ্বস্ত হয়।
এক বিবৃতিতে তারা জানায়, পাইলট নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন এবং ভূমিতে কোনো পার্শ্ববর্তী ক্ষতি হয়নি। বিধ্বস্ত হওয়ার কারণ সম্পর্কে তদন্ত চলছে এবং পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য নৌবাহিনী উদ্যোগী হয়েছে।সাউদার্ন কমান্ড চীনের কিছু অন্যতম সংবেদনশীল এলাকা তত্ত্বাবধান করে, যার মধ্যে রয়েছে দক্ষিণ চীন সাগর, যেখানে সাম্প্রতিক বছরগুলোতে চীন ও ফিলিপাইনের জাহাজগুলোর মধ্যে বিতর্কিত প্রবাল প্রাচীর ও দ্বীপপুঞ্জ নিয়ে সহিংস সংঘর্ষ ঘটেছে।