এ সিরিজ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে তাকে। এটি পরিচালনা করেছেন আশফাক নিপুন।২৮ মার্চ হইচই নামে একটি প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি পাবে। নির্মাতা সূত্রে জানা গেছে, লোভের কাছে যেন জিম্মি হয়ে পড়া এক নারীর গল্প নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। যেখানে দেখা যাবে, ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সরকারের নিম্নপদস্থ এক কর্মচারী। স্বামীকে নিয়ে তার টানাপোড়েনের সংসার।হঠাৎ একদিন অফিসের স্টোর রুমে বাক্সভর্তি টাকা পায় সে। এ টাকা নিয়ে শুরু হয় তার নতুন টানাপোড়েন। এতে আরো অভিনয় করেছেন ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, প্রান্তর দস্তিদার ভালোবাসা দিবসে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রাফিয়াথ রশিদ মিথিলা অভিনীত সিনেমা ‘জলে জ্বলে তারা’।তবে সিনেমা নয়, তিনি আসছেন তার অভিনীত আলোচিত্র সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’র দ্বিতীয় সিজন নিয়ে। ২০২৩ সালে মুক্তি পায় এর প্রথম সিজন।
