Dhaka 5:22 am, Sunday, 16 March 2025

প্রেম বিয়ের জটিল গল্পে তারা

নাটক ‘বান্টির বিয়ে’।

প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা এক যুবকের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’। যে গল্পের বান্টি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় রয়েছেন- কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। গল্পে দেখা যাবে মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সঙ্গে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।  নির্মাতা প্রবীর রায় বলেন, এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা। সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভি’র ব্যানারে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

প্রেম বিয়ের জটিল গল্পে তারা

Update Time : 01:46:35 pm, Monday, 10 March 2025

প্রেম, বিয়ে এবং পারিবারিক চাপের মধ্যে আটকে থাকা এক যুবকের গল্পে নির্মিত হয়েছে ঈদের বিশেষ নাটক ‘বান্টির বিয়ে’। যে গল্পের বান্টি চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান। আর নায়িকাদের তালিকায় রয়েছেন- কেয়া পায়েল, মারিয়া শান্ত ও পারসা। নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা ও নাট্যকার প্রবীর রায় চৌধুরী। গল্পে দেখা যাবে মিলি নামের এক সাহসী মেয়ে, তার বিয়ের আসর থেকে পালিয়ে বান্টির গাড়িতে উঠে বসে! ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব ও ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, কিন্তু মিলির পারিবারিক বাধা এবং বান্টির সঙ্গে আরেকজন মেয়ের (লিলি) বিয়ের আয়োজন গল্পকে জটিল করে তোলে ক্রমশ।  নির্মাতা প্রবীর রায় বলেন, এটি একটি রোমান্টিক কমেডি গল্প, যা প্রেম ও বন্ধুত্ব নিয়ে রচিত-নির্মিত। জোভান, কেয়া, মারিয়া, পারসা। সবাই দারুণ অভিনয় করেছেন নিজ নিজ চরিত্রে। দর্শকরা ঈদ উৎসবে ভীষণ উপভোগ করবেন নাটকটি। প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ২০টির বেশি বিশেষ নাটক মুক্তি পাচ্ছে সিএমভি’র ব্যানারে।