
ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অসুস্থ হয়ে সুমন মিয়া (৪৩) নামে এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় তাদের আত্মীয় সানী আহমেদের মাধ্যমে সুমনের মৃত্যুর খবরটি নিশ্চিত হন পরিবার।
শুক্রবার (৩১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন।নিহত সুমন মিয়া কিশোরগঞ্জের ভৈরব উপজেলা পৌর শহরের লক্ষ্মীপুর মহল্লার মাহমুদ হোসেনের ছেলে। তার স্ত্রী ও জমজ ছেলে-মেয়েসহ পরিবারে ৪ সদস্য রয়েছেন। নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, চার মাস আগে ইতালি যেতে স্থানীয় এক দালালের মাধ্যমে লিবিয়ায় পাড়ি দেয় সুমন মিয়া। গত ২৪ জানুয়ারি সেখান থেকে ২৫ জনের একটি গ্রুপ মিলে বোটে করে ভূমধ্যসাগর পাড়ি দিতে রওনা দেন। যাত্রাপথে সুমনসহ আরও কয়েকজন বোটে অসুস্থ হয়ে পড়েন। বোটটি মাল্টায় পৌঁছালে বোটে যান্ত্রিক সমস্যা দেখা দেয়। এ সময় সবাই বোট থেকে নেমে গেলেও সুমনকে মৃত অবস্থায় পাওয়া যায়। সুমনের মৃত্যুর বিষয়টি ৪দিন পর জানতে পারেন তার পরিবার। সুমনের পরিবারে চলছে এখন শোকের মাতম।নিহত সুমনের স্ত্রী পলি বেগম ও পরিবারের সদস্যদের দাবি সুমনের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন।