
আগামী ২৫ মার্চ শিংলয়ে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের আগে লাল-সবুজ শিবিরের পরিস্থিতিটা এখন এমনই হয়েছে যে, বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ কাবরেরার সঙ্গে সংবাদ মাধ্যমের মানসিক দূরত্ব সৃষ্টি হচ্ছে। কাবরেরার কিছু সিদ্ধান্ত সংবাদ মাধ্যমের মধ্যে বিরোধ সৃষ্টি করছে। শিলংয়ে আসা সংবাদ মাধ্যম অসন্তুষ্ট হচ্ছেন কোচের ওপর। টিম হোটেলে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষেধ করেছেন কোচ। বাফুফের মিডিয়িা বিভাগ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে তারা সংবাদ মাধ্যমের কাছ থেকে সহযোগিতা চান। সাংবাদিকরা যেন টিম হোটেলে না যান।
গতকাল কয়েকটি সংবাদ মাধ্যমকে দেখে টিমের পক্ষ থেকে আপত্তি জানানো হয়েছে। এমনকি হোটেল কর্তৃপক্ষ থেকেও সংবাদমাধ্যমকে প্রবেশে নানা প্রশ্ন করছেন এবং একপর্যায়ে বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আপনারা লবি ছেড়ে দিন।’ এই ঘটনার কয়েক ঘণ্টার পরই গ্রুপ মেসেজে ভারতে আসা বাংলাদেশের সাংবাদিকদেরকে জানিয়ে দেওয়া হয়-হোটেলে না গিয়ে সহযোগিতা করার অনুরোধ। শিলংয়ে আসা সাংবাদিকদের অনেকেই ক্ষেপেছেন কোচের ওপর। তিনি কেন সাংবাদিকদেরকে হোটেলে ঢুকতে আইন করে দেবেন। বাফুফের সূত্রের খবর কোচ নাকি বলে দিয়েছেন তিনি কোনো সাংবাদিককে হোটেল লবিতে দেখতে চান না। কেন চান না সেটি নিয়ে কথা বলতে চাইলেও নাকি শুনছেন না। হোটেল লবিতে কেউ বসে থাকলেও হোটেল কর্তৃপক্ষ তুলে দেয় না। সাংবাদিকরা বলছেন তারা কফি খেতে যাবেন। কাবরেরার কী বলার আছে। কেউ বলছেন সব সাংবাদিক মিলে টিম হোটেলে রুম নেবেন