
ইসরাইলকে ফের সামরিক সহায়তা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার দ্রুত সময়ের মধ্যে ইসরাইলকে ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা সরবরাহের একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এ বিষয়ে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের বিধিনিষেধের সমালোচনা করেছেন বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এ খবর দিয়েছে দ্য জেরুজালেম পোস্ট।
এতে বলা হয়, ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ক্ষমতাগ্রহণের পর ইসরাইলের জন্য প্রায় ১২ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন করেছে ট্রাম্প প্রশাসন। রুবিও এক বিবৃতিতে বলেন, ইসরাইলের নিরাপত্তার প্রতি দীর্ঘাস্থায়ী মার্কিন প্রতিশ্রুতি পূরণে সকল সম্ভাব্য পথ খোলা রাখবে তারা। এর মধ্যে নিরাপত্তা হুমকি মোকাবিলায় ইসরাইলের প্রতি সহায়তা অন্তর্ভুক্ত থাকবে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির মধ্যে জরুরি কর্তৃত্ব ব্যবহার করে ওই ঘোষণাপত্রে সই করা হয়েছে বলে জানিয়েছেন রুবিও।
তিনি বলেন, ইসরাইলকে প্রায় ৪ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দ্রুত সরবরাহে জরুরি কর্তৃপক্ষকে ব্যবহার করার জন্য আমি একটি ঘোষণায় স্বাক্ষর করেছি। তিনি সংক্ষিপ্ত বিবৃতিতে উল্লেখ করেন, যে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের অধীনে আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে কোন ধরনের যুদ্ধাস্ত্র পেতে যাচ্ছে ইসরাইল তা এখনও স্পষ্ট করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। রুবিও বলেছেন, তারা বাইডেন কর্তৃক ইসরাইলের ওপর আরোপিত আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছেন।