Dhaka 2:42 pm, Monday, 31 March 2025

অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা…

কয়েদি বেশে আফরান নিশো। 

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘নিশানের ফাঁসি চাই’, ‘নিশানের ফাঁসি চাই’—এমন স্লোগানে মুখর ছিল চারপাশ। একটি পুলিশের গাড়িকে ভিড় করে আছে সাংবাদিকরা। এমন সময়ে কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে নামলেন নিশান। এ তো ‘দাগি’ সিনেমার নিশান চরিত্র অর্থাৎ আফরান নিশো। এমন এক অভিনব পরিকল্পনায় সিনেমার প্রচার করলেন টিম, কয়েদির বেশে নিশো হাজির হলেন ‘দাগি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ মাধ্যমের সামনে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, সহ–প্রযোজক চরকি–এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি–ঔপন্যাসিক–গীতিকার সাদাত হোসাইন।

এসময় সংবাদ সম্মেলন শুরুর আগে মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন। হাতকড়া খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশো সেটি শিহাব শাহীনের হাতে লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটা অতিথিদের মধ্যে হাস্যরসের তৈরি করে। নির্মাতা শিহাব শাহীন বলেন, এই গল্পে ক্ষমা বড় একটা বিষয়। এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জার্নি।শুরু থেকে এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়। ‘দাগি’ নির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা।

এদিন উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। সেই ট্রেলারে নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে ফিরে আসা এবং জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। ট্রেলার জুড়ে একটি সংলাপ ইতিমধ্যে সবার মন ছুঁয়েছে এবং যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই সংলাপটি হলো- ‘ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা!’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা…

Update Time : 07:13:14 pm, Friday, 28 March 2025

আসছে ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় আছে বরবাদ, দাগি, জংলি, জ্বীন ৩ সিনেমা। মুক্তিকে কেন্দ্র করে ইতোমধ্যে সিনেমাগুলোর টিজার, ট্রেলার প্রকাশ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার মুক্তির অপেক্ষায় থাকা দাগি সিনেমাটির এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (২৭ মার্চ)। যেখানে কয়েদি বেশে উপস্থিত হন আফরান নিশো।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে ‘নিশানের ফাঁসি চাই’, ‘নিশানের ফাঁসি চাই’—এমন স্লোগানে মুখর ছিল চারপাশ। একটি পুলিশের গাড়িকে ভিড় করে আছে সাংবাদিকরা। এমন সময়ে কয়েদির পোশাকে হাতকড়া পরে পুলিশের গাড়ি থেকে নামলেন নিশান। এ তো ‘দাগি’ সিনেমার নিশান চরিত্র অর্থাৎ আফরান নিশো। এমন এক অভিনব পরিকল্পনায় সিনেমার প্রচার করলেন টিম, কয়েদির বেশে নিশো হাজির হলেন ‘দাগি’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ মাধ্যমের সামনে।

আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড–এর ম্যানেজিং ডিরেক্টর শাহরিয়ার শাকিল, সহ–প্রযোজক চরকি–এর সিইও রেদওয়ান রনি, নির্মাতা শিহাব শাহীন, অভিনয়শিল্পী তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, মনিরা মিঠু, সংগীতশিল্পী মাশা ইসলাম, জেফার রহমান, কবি–ঔপন্যাসিক–গীতিকার সাদাত হোসাইন।

এসময় সংবাদ সম্মেলন শুরুর আগে মঞ্চে নিশোর হাতকড়া খুলে দেন নির্মাতা শিহাব শাহীন। হাতকড়া খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিশো সেটি শিহাব শাহীনের হাতে লাগিয়ে দেয়ার চেষ্টা করেন। পুরো ঘটনাটা অতিথিদের মধ্যে হাস্যরসের তৈরি করে। নির্মাতা শিহাব শাহীন বলেন, এই গল্পে ক্ষমা বড় একটা বিষয়। এটা একজন সাজাপ্রাপ্ত মানুষের জার্নি।শুরু থেকে এতে নিশোকেই ভেবেছিলাম। কিছু শঙ্কা তৈরি হয়েছিল, কিন্তু নিশো সব শঙ্কা কাটিয়ে এই জার্নিতে যুক্ত হয়। ‘দাগি’ নির্মাণে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এটি ভীষণ সততার সঙ্গে বানানো একটি সিনেমা।

এদিন উন্মুক্ত হয় সিনেমাটির ট্রেলার। সেই ট্রেলারে নিশান চরিত্রের কারাবাস, সেখান থেকে ফিরে আসা এবং জীবনের একটা লক্ষ্য খুঁজে বের করার কিছু ইঙ্গিত পাওয়া গেছে। ট্রেলার জুড়ে একটি সংলাপ ইতিমধ্যে সবার মন ছুঁয়েছে এবং যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। সেই সংলাপটি হলো- ‘ক্ষমা চাইতে অনেক সাহস লাগে। অনেক ক্ষমতাশালীর পতন হইছে ক্ষমা চায় নাই বইলা!’