Dhaka 3:53 pm, Saturday, 15 March 2025

গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে: সারজিস

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “তরুণ প্রজন্মকে ২৪-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটি ধরে রাখতে হবে। সামনে আবারো সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারেন, একসঙ্গে লড়াই করতে পারেন সেজন্য স্পিরিট ধরে রাখতে হবে। এ জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।”

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।”

তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা  বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব।”

এসময় কলেজের শিক্ষার্থী ছাড়াও কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সংরক্ষিত সাবেক নারী সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সারজিস আলম উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের সঙ্গে দেখা করেন। তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে হবে: সারজিস

Update Time : 07:43:55 pm, Sunday, 1 December 2024

জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “তরুণ প্রজন্মকে ২৪-এর গণঅভ্যুত্থানের যে স্পিরিট সেটি ধরে রাখতে হবে। সামনে আবারো সংকট তৈরি হলে তারা যেন ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে পারেন, একসঙ্গে লড়াই করতে পারেন সেজন্য স্পিরিট ধরে রাখতে হবে। এ জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় কাজ করছি।”

রবিবার (১ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট এলাকার শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ মাঠে শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, “আমরা বিভিন্ন এলাকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ শিক্ষকদের সঙ্গে পরিচিত হচ্ছি। স্কুল কলেজের অসংখ্য সমস্যা রয়েছে, অসংখ্য সীমাবদ্ধতা রয়েছে সেগুলো জানা এবং সম্ভব হলে আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। সমস্যাগুলো দেশের সামনে তুলে ধরার চেষ্টা করা হবে। আমরা মনে করি, এগুলো আমাদের দায়িত্ব।”

তিনি বলেন, “অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশ গড়া, সিস্টেমগুলো সংস্কার করার জন্য এসব বিষয় আসা জরুরি। সেই জায়গা থেকে আমরা কাজ করে যাচ্ছি। আমরা  বাংলাদেশের প্রত্যেকটি জেলা-উপজেলায় যাব এবং আমাদের দায়িত্ব ও কর্তব্যের জায়গা থেকে কাজগুলো করব।”

এসময় কলেজের শিক্ষার্থী ছাড়াও কলেজের অধ্যক্ষ আনিছুর রহমান প্রধান, সংরক্ষিত সাবেক নারী সংসদ সদস্য রীনা পারভীন, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান, ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক ফজলে রাব্বী ও মোকাদেসুর রহমান সান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সারজিস আলম উপজেলা সদরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয়দের সঙ্গে দেখা করেন। তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন।