
সফট রোবোটিক্সে এক বড় সাফল্যের কথা জানালেন বিজ্ঞানীরা। তারা এমন এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন, যার মাধ্যমে থ্রিডি প্রিন্টার থেকে রোবট বের হওয়ার সঙ্গে সঙ্গেই হাঁটতে শুরু করে।
এই বিস্ময়কর উদ্ভাবন এসেছে যুক্তরাজ্যের এডিনবার্গ ইউনিভার্সিটির গবেষকদের কাছ থেকে। তারা বলছেন, এ প্রযুক্তিতে একটি উল্টোভাবে প্রিন্ট করার পদ্ধতি ব্যবহার করা হয়েছে, যা ভবিষ্যতে নরম ও নমনীয় যন্ত্রপাতি তৈরিতে বিপ্লব ঘটাতে পারে।
নরম প্লাস্টিক আর বায়ু চাপ ব্যবহার করে তৈরি এ সফট রোবটগুলো ব্যবহার করা যাবে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, চিকিৎসা বিজ্ঞান এমনকি মহাকাশ গবেষণায়ও। তবে এতদিন এধরনের রোবট বড় পরিসরে তৈরি করা ছিল জটিল এবং ব্যয়বহুল।
এ সমস্যা সমাধানে গবেষকরা তৈরি করেছেন এক কম খরচের ডেস্কটপ থ্রিডি প্রিন্টিং সিস্টেম, যার নাম “ফ্লেক্স প্রিন্টার”। এর খরচ মাত্র চারশ পাউন্ডের কম!
তারা দাবি করছেন, এটি চালাতে বা বানাতে বেশি দক্ষতার দরকার নেই। নতুন ব্যবহারকারীরাও কয়েকদিনেই এটি জড়ো করে রোবট তৈরি করতে পারবেন।
সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো, এই প্রজেক্টের ডিজাইন ও প্রযুক্তি উন্মুক্ত রাখা হয়েছে সবার জন্য, যাতে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে মানুষ এতে কাজ করতে পারেন এবং রোবোটিক্সকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারেন।
এই গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে ‘ডিভাইস জার্নাল’-এ এবং অর্থায়ন করেছে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেস রিসার্চ কাউন্সিল।