
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দেশের মানুষ হতবাক। শিশুটির অবস্থা এখনও চরম সংকটাপন্ন। এ ঘটনায় দেশজুড়ে ক্ষোভ বিরাজ করছে। এছাড়াও প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটেছে। এসব ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাচ্ছে অনেকেই। ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলও করেছে। পাশাপাশি নেটদুনিয়ায়ও বইছে নিন্দার ঝড়।
শোবিজের তারকারাও ধর্ষণের ঘটনায় প্রতিবাদ জানাচ্ছেন। যথাযথ বিচারের দাবি করছেন। তরুণ প্রজন্মের গায়ক তাসরিফ খানও তার ফেসবুকে এ নিয়ে লিখেছেন। তিনি ধর্ষকদের ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণার দাবি জানিয়েছেন।গায়কের কথায়, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ, প্রকৃত ধর্ষকের ছবি আপনারা ভেরিফায়েড পেজ অথবা ওয়েবসাইট থেকে আপলোড করে ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করুন। বাকিটা আমরা দেখতেছি!’তাসরিফের এমন কথার সঙ্গে সহমত প্রকাশ করেছেন তার ভক্ত-অনুরাগীরা। মো. ইয়াসিন নামের একজন লিখেছেন, ‘ভাই পুরস্কার দেওয়া লাগবে না খালি পিক দিলেই হবে ইনশাআল্লাহ আল্লাহ বাকিটা দেখে নিব।’