ক্যাম্পাসের এমন এক জায়গায় তাঁর ছোট্ট দোকানটি, সাধারণ মানুষের চোখও সচরাচর পড়ে না সেখানে। যে কয়জন ছাত্র তাঁর দোকান থেকে কেনাকাটা করে, তা শুধু ভালোবাসা আর করুণা থেকেই।তাঁকে দোকানের ঝাঁপ উঁচু করতে সাহায্য করার সময় জিজ্ঞেস করলাম, ‘কাকা, আপনি কি অসুস্থ?’ তিনি বললেন, ‘না।’

—‘বুড়া হলে যা হয় আর কি।’
আর একদিন জিজ্ঞেস করলাম, ‘কাকা, আপনার অনেক কষ্ট হয়, তাই না?’ এমন প্রশ্ন শুনে তাঁর মুখে দেখা গেল এক অদ্ভুত হাসি, সে হাসির মানে—কষ্ট হলেই বা কী করার আছে, বাবা?তাঁর দোকানে সব মিলিয়ে পণ্য থাকত শ পাঁচেক টাকার।এই পণ্য বেচে হয়তো ডাল-ভাত খেয়েই বাঁচতেন।