
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনালের জন্য ৩২টি নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট (জিএসই) কমিশনিং করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ বুধবার (৫ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএসই বিভাগে এ উপলক্ষে নতুন গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট কমিশনিং শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মঞ্জুর কবীর ভূঁইয়া ।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫৪ কোটি টাকা ব্যয়ে কেনা ৩২টি অত্যাধুনিক গ্রাউন্ড সাপোর্ট সরঞ্জাম চালু করা হয়েছে। সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি দুটি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট লোডার, ফ্রান্সের তৈরি ১২টি এয়ারক্রাফট কন্টেইনার প্যালেট ট্রান্সপোর্টার ও ৯টি বেল্ট লোডার, যুক্তরাষ্ট্রের তৈরি ১১৫ টন ক্ষমতার দুটি ও ৬৫ টন ক্ষমতার পাঁচটি এয়ারক্রাফট এয়ার কন্ডিশনিং ইউনিট এবং ফ্রান্সের তৈরি দুটি এয়ার স্টার্ট ইউনিট।আরো কিছু সরঞ্জাম কেনা প্রক্রিয়াধীন রয়েছে।বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, সরঞ্জাম কেনার পাশাপাশি জনবল নিয়োগ ও প্রশিক্ষণের মাধ্যমে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের মান উন্নত করতে তারা বদ্ধপরিকর।