
লালমনিরহাটের আদিতমারীতে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে শাহিন ইসলাম (২৯) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। আটক শাহীন আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ গ্রামের শওকত আলীর ছেলে। সে পেশায় ফেরিওয়ালা। শনিবার (১৫ মার্চ) বিকেলে এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানায়, বাড়িতে একা পেয়ে বাক ও শ্রবণ প্রতিবন্ধী ওই নারীকে ফেরি করে আনা নানা জিনিসপত্র দেখিয়ে ফুসলিয়ে ধর্ষণ করে শাহীন। পরে পালানোর সময় ওই নারীর ছোট ভাই দেখে ফেলে ফেরিওয়ালা শাহিনকে ধরে চিৎকার দিলে এলাকাবাসী এসে তাকে আটক করে। পরে তারা গণপিটুনি দিয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে শাহিনকে আটক করে হেফাজতে নেয়। ওইদিন রাতেই ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে আদিতমারী থানায় মামলা দিলে পুলিশ শাহিনকে গ্রেপ্তার দেখিয়ে রোববার (১৬ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।আদিতমারী থানার ওসি আলী আকবর জানান, অভিযুক্ত শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী নারীকে পুলিশ হেফাজতে নিয়ে মেডিকেল টেস্টের জন্য জেলা সদর হাসপাতলে পাঠানো হয়েছে।