Dhaka 9:38 am, Tuesday, 25 March 2025

তরুণীদের আত্মহত্যা আর পুলিশ অফিসার

অফিসার অন ডিউটি

কোভিডের সময় ওটিটি প্ল্যাটফর্মগুলো মালয়ালম থ্রিলার সিনেমাকে যেন নতুন জীবন দেয়। আগে কেবল সীমিত পরিসরে যেসব সিনেমা মুক্তি পেত, ওটিটির কল্যাণে সিনেমাগুলো ছড়িয়ে পড়তে থাকে বিশ্বব্যাপী। সেই সময়ে অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘নায়াত্তু’। ২০২১ সালে মুক্তির পর মার্টিন প্রাকাট পরিচালিত সিনেমাটি চমকে দিয়েছিল সমালোচকদের। ‘নায়াত্তু’তে পুলিশ চরিত্রে অভিনয় করেন কানচাকো বোবান, চিত্রনাট্য লিখেছিলেন শাহী কবীর। এই লেখক-অভিনেতা জুটির নতুন সিনেমা ‘অফিসার অন ডিউটি’। গত বৃহস্পতিবার রাতে ওটিটিতে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমাটি। কিন্তু কানচাকো-কবীর জুটির প্রত্যাবর্তন কি মন ভরাতে পারল?

এটা নিছক চেইন চুরি, নাকি এর নেপথ্যে জড়িয়ে আছে অন্য কোনো ঘটনা? চেইন হারানো কয়েকজন তরুণীর অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসায় তাদের আত্মহত্যার কথাও জানা যায়। এদিকে হরিশঙ্করের দাম্পত্য জীবনও টালমাটাল, মেয়ের আত্মহত্যাকে কেন্দ্র করে এক দুঃসহ অতীত তাড়া করছে তাকে। তার মেয়ের আত্মহত্যার সঙ্গে কি বর্তমান কেসের সম্পর্ক আছে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।

গল্প হিসেবে ‘অফিসার অন ডিউটি’তে নতুন কিছু নেই। ওটিটি প্রতি সপ্তাহেই নানা ধরনের থ্রিলার মুক্তি পায়; এ সিনেমায় সেখান থেকে নতুন কোনো বার্তা দিতে পারে না। তবে চিত্রনাট্য আর নির্মাণের মুনশিয়ানায় সিনেমাটি উতরে যায়। ‘জোসেফ’, ‘নায়াত্তু’ দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন চিত্রনাট্যকার শাহী কবীর। বাস্তবঘেঁষা গল্পে তিনি তুলে এনেছেন সমাজের নানা বাস্তবতা। ‘অফিসার অন ডিউটি’ তাঁর আগে করা বহুলচর্চিত দুই সিনেমার মতো হয়নি ঠিকই, তবে বিনোদনের বিচারে একেবারে ফেলনাও নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

তরুণীদের আত্মহত্যা আর পুলিশ অফিসার

Update Time : 03:41:40 pm, Sunday, 23 March 2025

কোভিডের সময় ওটিটি প্ল্যাটফর্মগুলো মালয়ালম থ্রিলার সিনেমাকে যেন নতুন জীবন দেয়। আগে কেবল সীমিত পরিসরে যেসব সিনেমা মুক্তি পেত, ওটিটির কল্যাণে সিনেমাগুলো ছড়িয়ে পড়তে থাকে বিশ্বব্যাপী। সেই সময়ে অন্যতম আলোচিত সিনেমা ছিল ‘নায়াত্তু’। ২০২১ সালে মুক্তির পর মার্টিন প্রাকাট পরিচালিত সিনেমাটি চমকে দিয়েছিল সমালোচকদের। ‘নায়াত্তু’তে পুলিশ চরিত্রে অভিনয় করেন কানচাকো বোবান, চিত্রনাট্য লিখেছিলেন শাহী কবীর। এই লেখক-অভিনেতা জুটির নতুন সিনেমা ‘অফিসার অন ডিউটি’। গত বৃহস্পতিবার রাতে ওটিটিতে মুক্তি পেয়েছে চলতি বছরের অন্যতম আলোচিত সিনেমাটি। কিন্তু কানচাকো-কবীর জুটির প্রত্যাবর্তন কি মন ভরাতে পারল?

এটা নিছক চেইন চুরি, নাকি এর নেপথ্যে জড়িয়ে আছে অন্য কোনো ঘটনা? চেইন হারানো কয়েকজন তরুণীর অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আসায় তাদের আত্মহত্যার কথাও জানা যায়। এদিকে হরিশঙ্করের দাম্পত্য জীবনও টালমাটাল, মেয়ের আত্মহত্যাকে কেন্দ্র করে এক দুঃসহ অতীত তাড়া করছে তাকে। তার মেয়ের আত্মহত্যার সঙ্গে কি বর্তমান কেসের সম্পর্ক আছে? এমন গল্প নিয়ে এগিয়ে যায় সিনেমাটি।

গল্প হিসেবে ‘অফিসার অন ডিউটি’তে নতুন কিছু নেই। ওটিটি প্রতি সপ্তাহেই নানা ধরনের থ্রিলার মুক্তি পায়; এ সিনেমায় সেখান থেকে নতুন কোনো বার্তা দিতে পারে না। তবে চিত্রনাট্য আর নির্মাণের মুনশিয়ানায় সিনেমাটি উতরে যায়। ‘জোসেফ’, ‘নায়াত্তু’ দিয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন চিত্রনাট্যকার শাহী কবীর। বাস্তবঘেঁষা গল্পে তিনি তুলে এনেছেন সমাজের নানা বাস্তবতা। ‘অফিসার অন ডিউটি’ তাঁর আগে করা বহুলচর্চিত দুই সিনেমার মতো হয়নি ঠিকই, তবে বিনোদনের বিচারে একেবারে ফেলনাও নয়।