
খেলার কথা ছিল তারও। বাগড়া দিয়ে বসেছে ইনজুরি। লিওনেল মেসি মাঠে ছিলেন না, দলের সঙ্গেই যেন ছিলেন। বুয়েন্স আইরেসে ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনার তাণ্ডব দেখেছেন। সেটি নিয়ে উচ্ছ্বাসও প্রকাশ করেছেন। ইন্সটাগ্রামে দুটি স্টোরিতে আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েছেন বার্তাও।আজ সকালে বসেছিল বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। হয়েছিল এমন এক লড়াই যেখানে আর্জেন্টিনার শক্তিমত্তা আরেকবার দেখেছে বিশ্ব। বুধবার লিওনেল স্কালোনির দল জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে।
তাতেই দক্ষিণ আমেরিকান অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপও নিশ্চিত করেছে আর্জেন্টিনা।বড় হারে সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে এখনো শঙ্কার দোলাচলে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিন ব্রাজিল। ভোরে বিশ্বকাপে যাওয়ার সুখবর নিয়েই নেমেছিল আর্জেন্টিনা। পরে মাঠে দেখিয়েছে দাপট। একটি করে গোল করেছেন জুলিয়ান আলভারেস, এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান সিমিওনি। ব্রাজিলের হয়ে এক গোল ফেরান মাথিয়াস কুনিয়া।২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর প্রতিযোগিতামূলক ম্যাচে আজই প্রথম অন্তত ৪ গোল হজম করল ব্রাজিল। এমন দাপুটে জয়ের পর সতীর্থদের উদ্দেশ্যে যেন মেসি বললেন, ‘দারুণ খেলেছো। কিপ ইট আপ।’