
দৈনিক জনকণ্ঠ পত্রিকা অফিসে সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র যুগ্ম আহ্বায়ক জয়নুল আবেদীন শিশিরের সংশ্লিষ্টতা “দৃশ্যমান” হয়েছে বলে দাবি করে তার কাছে ব্যাখ্যা চেয়েছে দলের শৃঙ্খলা কমিটি।
গত ৪ মে রাতে জনকণ্ঠে চলমান বেতন-ভাতাজনিত অসন্তোষের প্রেক্ষাপটে বিক্ষোভরত সাংবাদিকদের সঙ্গে কথিত উত্তেজনার সময় শিশির তার দলীয় নেতাকর্মীদের সহায়তা চান। অভিযোগ অনুযায়ী, এনসিপি নেতাকর্মীরা অফিসে প্রবেশ করে কয়েকজন বিক্ষোভকারী সাংবাদিককে মারধর ও হেনস্তা করেন, এমনকি একজনকে জোরপূর্বক পদত্যাগেও বাধ্য করা হয়।
এ ঘটনায় এনসিপি শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে শিশিরকে পাঠানো চিঠিতে বলা হয়, “ঘটনায় আপনার সংশ্লিষ্টতা দৃশ্যমান হয়েছে… আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আপনার অবস্থান জানাতে হবে।”
তবে শিশির দাবি করেন, কোনো হামলা হয়নি এবং যারা আন্দোলন করছেন, তারা ‘র-এর এজেন্ট’ ও ‘জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্টের দোসর’। তিনি বলেন, “কেউ মারধর করেনি। আমাদের কিছু শুভাকাঙ্ক্ষী এসেছিলেন, তারা দলীয় পরিচয়ে আসেননি।”
এনসিপির শৃঙ্খলা কমিটির প্রধান আব্দুল্লাহ আল আমিন বলেন, “আমরা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিশিরের বক্তব্য চাওয়া হয়েছে।”