Dhaka 6:32 am, Wednesday, 26 March 2025

দুর্বার গতিতে এগোচ্ছেন হলান্ড

নরওয়ে যেবার সবশেষ বিশ্বকাপ ।

১৯৯৮ সালে নরওয়ে যেবার সবশেষ বিশ্বকাপ খেলেছিল, আর্লিং হলান্ডের তখন জন্মই হয়নি। এবার হলান্ড, ওডেগার্ড, সোরলথের মতো তারকাদের নিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছে নরওয়ে।সেই স্বপ্নপূরণের অভিযানে তাদের শুরুটা হলো দুর্দান্ত। শনিবার মলদোভাকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করেছে নরওয়ে। নরওয়ের বিশাল জয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যানসিটি ফরোয়ার্ড হলান্ড। দেশের জার্সিতে ৪০ ম্যাচে তার গোল হলো ৩৯টি। নরওয়ের হয়ে এ মৌসুমে সাত ম্যাচে আট গোল করা হলান্ড ম্যাচ শেষে কথা বলেছেন নিজের ক্লাব ক্যারিয়ার নিয়েও।ম্যানসিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগ নিয়ে মামলার রায়ের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শাস্তির শঙ্কা। তবে হলান্ড সেসব নিয়ে তেমন চিন্তিত নন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুর্বার গতিতে এগোচ্ছেন হলান্ড

Update Time : 11:07:24 am, Monday, 24 March 2025

১৯৯৮ সালে নরওয়ে যেবার সবশেষ বিশ্বকাপ খেলেছিল, আর্লিং হলান্ডের তখন জন্মই হয়নি। এবার হলান্ড, ওডেগার্ড, সোরলথের মতো তারকাদের নিয়ে ২৮ বছরের খরা কাটিয়ে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার স্বপ্ন দেখছে নরওয়ে।সেই স্বপ্নপূরণের অভিযানে তাদের শুরুটা হলো দুর্দান্ত। শনিবার মলদোভাকে তাদের মাঠেই ৫-০ গোলে উড়িয়ে ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই শুরু করেছে নরওয়ে। নরওয়ের বিশাল জয়ে দ্বিতীয় গোলটি করেন ম্যানসিটি ফরোয়ার্ড হলান্ড। দেশের জার্সিতে ৪০ ম্যাচে তার গোল হলো ৩৯টি। নরওয়ের হয়ে এ মৌসুমে সাত ম্যাচে আট গোল করা হলান্ড ম্যাচ শেষে কথা বলেছেন নিজের ক্লাব ক্যারিয়ার নিয়েও।ম্যানসিটির বিরুদ্ধে প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা ভঙ্গের ১১৫টি অভিযোগ নিয়ে মামলার রায়ের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে শাস্তির শঙ্কা। তবে হলান্ড সেসব নিয়ে তেমন চিন্তিত নন।