
পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে উত্তর শৌলা গ্রাম থেকে এক বিধবার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাউফল থানা পুলিশ।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে ওই বিধবার নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই বিধবা নাম পেয়ারা বেগম (৫৫) তার বাবার নাম মৃত্যু হাশেম মাতব্বর।
স্থানীয়রা জানান, পেয়ারা বেগমের কয়েক বছর আগে স্বামী মারা যাওয়ার পর থেকে বাবার বাড়িতে একাই থাকতেন। তার দুই ছেলেও এক মেয়ে থাকলেও তারা সবাই পরিবার নিয়ে আলাদা বসবাস করেন। ঘটনার দিন মঙ্গলবার সকালে প্রতিবেশীরা তাকে ডাক দিয়ে সাড়া না পেয়ে ঘরের দরজার ফাঁকা অংশ দিয়ে ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
বাউফল থানার ওসি কামাল হোসেন বলেন, পেয়ারা বেগমের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।