
১৯০২ সালের জুলাইয়ে আর্জেন্টিনা জাতীয় দল প্রথম গোলটি করে মন্টভিডিওতে, এই উরুগুয়েরই বিপক্ষে। কালের পরিক্রমায় আর্জেন্টাইনরা তাদের ২০০০তম গোলটি পেলো সেই একই শহরে, একই দলের বিপক্ষে। গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে থিয়াগো আলমাদার চোখ ধাঁধানো এক গোলে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে বিশ্বকাপের মূল পর্বের দিকে আরও এগিয়ে গেল বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে আনন্দের সঙ্গেই আর্জেন্টিনা বস বললেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি!’
২০২৬ ফিফা বিশ্বকাপ নিশ্চিত করতে দরকার আর মাত্র ১ পয়েন্ট প্রয়োজন আর্জেন্টিনার। আগামী বুধবার নিজেদের মাঠে ব্রাজিলের সঙ্গে ড্র করলেই মূল পর্বের টিকিট কাটবে লিওনেল স্কালোনির দল । এদিনের জয়ের পর ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের তালিকায় সবার উপরেই আছে আর্জেন্টিনা। সমানসংখ্যক ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। ২০২৩-এর নভেম্বরে বুয়েনস আয়ার্সে আর্জেন্টিনাকে ২-০ গোলে হারায় উরুগুয়ে। এদিনের জয়ে সেই প্রতিশোধও নিয়ে নিলো আর্জেন্টাইনরা। ম্যাচের পর স্কালোনি বলেন, ‘আমি কি সন্তুষ্ট না হয়ে পারি! শুধুমাত্র জয়ের জন্য নয়, ছেলেরা যেভাবে খেলেছে, তার জন্য। আমরা পরিপূর্ণ একটি ম্যাচ খেলতে পেরেছি। চাপ সয়ে নিতে পেরেছি।’ ৪৬ বছর বয়সী এই কোচ যোগ করেন, ‘আমাদের জাতীয় দল এমন একটি দল, কেউ একজন না থাকলে আরেকজন সেখানে ভূমিকা রাখে। আর্জেন্টাইন তারকা।