Dhaka 10:11 pm, Saturday, 15 March 2025

বিমানবন্দরে শিক্ষার্থীদের চাপা -প্রাইভেটকার চালক আটক

বিমানবন্দর সড়কে তিন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান (৩৫)। রো্ববার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রো্ববার (২৭ অক্টোবর ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ।

পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এরশাদ আহমেদ জানান, এ ঘটনার পর তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় তিন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। পরে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বিমানবন্দরে শিক্ষার্থীদের চাপা -প্রাইভেটকার চালক আটক

Update Time : 12:07:11 am, Monday, 28 October 2024

বিমানবন্দর সড়কে তিন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান (৩৫)। রো্ববার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।

রো্ববার (২৭ অক্টোবর ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ।

পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।

এরশাদ আহমেদ জানান, এ ঘটনার পর তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন।

এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় তিন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। পরে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করে।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।