
বাঁকা পথে হাটতে চেয়েছিল ভারতের ক্রিকেট বোর্ড। রোহিত শর্মাদের শৃঙ্খল রাখতে বিসিসিআই জারি করেছিল ১০টি নিয়ম। কড়া নজরদারিতে সেসব মানাও হত। কিন্তু একটি নিয়ে যেন সবার আপত্তি। দলনেতা রোহিত আমতা আমতা করে বলেছিলেন। উচ্চবাচ্য করেছিলেন বিরাট কোহলি। সেই নিয়মে এবার বদল আসতে চলছে।সম্প্রতি বিসিসিআই নতুন নির্দেশনা দেয়, দীর্ঘ সফরে ৪৫ দিনের পর প্রথম দুই সপ্তাহ বাদ দিয়ে পরবর্তী ১৪ দিনের জন্য খেলোয়াড়দের পরিবার তাদের সঙ্গে থাকতে পারবে। ছোট সফরগুলোতে এক সপ্তাহ পর্যন্ত পরিবারের সদস্যরা থাকতে পারবেন। এর ব্যতয় ঘটা যাবে না।
এমন নিয়ম নিয়েই সরাসরি ক্ষোভ জানিয়েছিলেন কোহলি। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে ভারতের অধিনায়ক রোহিত আপত্তি জানিয়েছিলেন। পরে বোর্ড থেকে নিয়মে শিথিল করা হয়। এবার আবার কড়াকড়ি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) ইনোভেশন ল্যাব ইন্ডিয়ান স্পোর্টস সামিটে কথা বলতে গিয়ে কোহলি বলেন, ‘বাইরের কঠিন পরিস্থিতি সামলে পরিবারে ফিরে আসার অনুভূতি বোঝানো সত্যিই কঠিন। পুরো ব্যাপারটায় আমি ভীষণ হতাশ। মনে হয়, যারা এই বিষয়গুলোর সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়, তাদের পরামর্শ শোনা হয়েছে। হয়তো তাদেরই মনে হয়েছে পরিবারের সদস্যদের জন্য এই খারাপ ফর্ম। দিনের শেষে ঘরে ফিরে পরিবারের কাউকে পাওয়াটা স্বাভাবিক থাকার জন্য কতটা জরুরি, সেটা হয়তো বোঝানো যাবে না। কেউ একা একা বিমর্ষ হয়ে থাকতে চায় না।’