Dhaka 12:32 am, Thursday, 20 March 2025

প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত

প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ।

বলিউডের সাহসী অভিনেত্রী হিসাবে খ্যাত প্রিয়াংকা চোপড়া। বিশেষ করে পোশাকের ব্যাপারে তার মধ্যে কখনোই রক্ষণশীল মনোভাব ছিল না। চরিত্রের প্রয়োজনে পর্দায় তো বটেই, পর্দার বাইরেও তিনি বেশ স্বাধীনচেতা। কিন্তু এই ‘সাহসী’ প্রিয়াংকাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি বিকিনি পরতে চাননি! যেটা পরা ওই সুন্দরী প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ।

মধু বলেন, ‘প্রিয়াংকার মুকুট জয়ের আগের বছর, ১৯৯৯ সালে ভারতের যুক্তা জিতেছিলেন এ প্রতিযোগিতা। তাই পরের বছরও ভারত পাবে, এটার সম্ভাবনা ছিল ক্ষীণ। তার প্রিয়াংকাও সর্বত্র তার আচরণ এ করকম রেখেছে। কিন্তু সুইমওয়্যার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু-পিস পরো। কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল।’ অবশ্য মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াংকার ভাগ্যের চাকা খুলে যায়। যে বছর তিনি সেরা বিশ্বসুন্দরী হন, সে বছরই নিজ দেশে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের (পরবর্তীতে বলিউড নায়িকা) কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড জেতার দুবছর পর, ‘থামিজান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা। তবে গত কয়েক বছর হলিউডেই কাজ করছেন এ অভিনেত্রী। কানাডিয়ান গায় নিক জোনাসকে বিয়ে করে স্থায়ী হয়েছেন আমেরিকায়। আছে একটি কন্যাসন্তানও। বর্তমানে এ অভিনেত্রী এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি ভারতে এসে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

প্রিয়াংকার রক্ষণশীল সিদ্ধান্ত

Update Time : 01:09:40 pm, Sunday, 9 March 2025

বলিউডের সাহসী অভিনেত্রী হিসাবে খ্যাত প্রিয়াংকা চোপড়া। বিশেষ করে পোশাকের ব্যাপারে তার মধ্যে কখনোই রক্ষণশীল মনোভাব ছিল না। চরিত্রের প্রয়োজনে পর্দায় তো বটেই, পর্দার বাইরেও তিনি বেশ স্বাধীনচেতা। কিন্তু এই ‘সাহসী’ প্রিয়াংকাই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় নাকি বিকিনি পরতে চাননি! যেটা পরা ওই সুন্দরী প্রতিযোগিতার সৌন্দর্যেরই একটি অংশ।

মধু বলেন, ‘প্রিয়াংকার মুকুট জয়ের আগের বছর, ১৯৯৯ সালে ভারতের যুক্তা জিতেছিলেন এ প্রতিযোগিতা। তাই পরের বছরও ভারত পাবে, এটার সম্ভাবনা ছিল ক্ষীণ। তার প্রিয়াংকাও সর্বত্র তার আচরণ এ করকম রেখেছে। কিন্তু সুইমওয়্যার প্রতিযোগিতায় তারা ওকে বলেছিল টু-পিস পরো। কিন্তু সে নিজের মর্যাদা ঠিকই বজায় রেখেছিল।’ অবশ্য মিস ওয়ার্ল্ড জেতার পরই প্রিয়াংকার ভাগ্যের চাকা খুলে যায়। যে বছর তিনি সেরা বিশ্বসুন্দরী হন, সে বছরই নিজ দেশে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় লারা দত্তের (পরবর্তীতে বলিউড নায়িকা) কাছে পরাজিত হয়ে রানার-আপ হয়েছিলেন। মিস ওয়ার্ল্ড জেতার দুবছর পর, ‘থামিজান’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন প্রিয়াংকা। তবে গত কয়েক বছর হলিউডেই কাজ করছেন এ অভিনেত্রী। কানাডিয়ান গায় নিক জোনাসকে বিয়ে করে স্থায়ী হয়েছেন আমেরিকায়। আছে একটি কন্যাসন্তানও। বর্তমানে এ অভিনেত্রী এস এস রাজামৌলির পরবর্তী সিনেমায় দক্ষিণের সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে অভিনয় করছেন। সম্প্রতি ভারতে এসে সিনেমাটির শুটিংয়েও অংশ নিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।