
সরবরাহ দ্বিতীয় মৌসুমের (মিড ক্রপ) ফসলের আকার ও গুণমান উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।কৃষকরা জানান, আগামী মাসে সরবরাহের জন্য যেসব কোকোবীজ পরিপক্ব হচ্ছে, সেগুলো আকারে ছোট ও মানে খারাপ হতে পারে। এছাড়া জুলাই থেকে মধ্য আগস্ট পর্যন্ত তীব্র খরার প্রভাবে সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলেও সতর্ক করেছেন তারা।উল্লেখ্য ।
মিড ক্রপ বলতে কোকো উৎপাদনকারী দেশগুলোয় প্রতি বছরের প্রধান ফসল মৌসুমের পর শুরু হওয়া দ্বিতীয় ও তুলনামূলকভাবে ছোট ফসল তোলার সময়কে বোঝানো হয়। আইভরি কোস্টে প্রধান ফসল মৌসুম চলে অক্টোবর-মার্চ পর্যন্ত। দ্বিতীয় মৌসুম চলে এপ্রিল-সেপ্টেম্বর পর্যন্ত।বর্তমানে আইভরি কোস্টে বর্ষাকাল চলছে, যা এপ্রিলে শুরু হয়ে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত চলে। কিন্তু এখন পর্যন্ত বৃষ্টিপাত কম হওয়ায় কোকো ফসল নিয়ে উদ্বেগ বাড়ছে।দেশটির মধ্যাঞ্চলের বেশির ভাগ কৃষক জানান, এপ্রিলে প্রয়োজনীয় বৃষ্টিপাত না হওয়ায় বীজের গুণমান ও আকারের আশানুরূপ উন্নয়ন ঘটছে না।