
সারের বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা সংক্রান্ত:
আজ ০২ ফেব্রুয়ারী, ২০২৫ তারিখ বিকাল ৩ ঘটিকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. আনিসুর রহমান কর্তৃক নালিতাবাড়ীর বিভিন্ন স্থানে সারের বাজার মনিটরিং করা হয়। এ সময় কৃষি সম্প্রসারণ অফিসার জনাব সাইফুল ইসলাম খান ও নালিতাবাড়ী থানার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে
**কাকরকান্দি বাজারের সার ডিলার মেসার্স আলম ট্রেডার্সকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে সার বিক্রির অভিযোগে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
**আড়াই আনী বাজার এলাকার মেসার্স সুমী ট্রেডার্সকে মেয়াদ উর্ত্তীর্ণ বালাই নাশক বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
**সার ডিলারদের ক্রয় বিক্রয়ের পাকা রশিদ সংরক্ষণসহ রশিদ ক্রেতাকে প্রদানের নির্দেশ দেয়া হয়।
**রশিদ ছাড়া সার না কেনার জন্য উপস্থিত কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।