
ঢাকার কদমতলীতে কুড়িয়ে পাওয়া খালি বোতল বিষ্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কদমতলীর জাপানি বাজার বাসার সামনে এ ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পাঠানো হয় জাতীয় আর্থপেডিক হাসপাতালে (পঙ্গু)। আহত শিশুটির মা বিউটি আক্তার জানান, তার ছেলে বাসার পাশে ময়লা আবর্জনা থেকে একটি বডি স্প্রে জাতীয় একটি বোতল কুড়িয়ে পেয়ে বাসায় নিয়ে নড়াচড়া করতেই বোতলটি বিস্ফোরণ ঘটে। এতে ঐ রুমটিতে ধোঁয়ার সৃষ্টি হয় এবং শিশুটির মুখমণ্ডল ও ডান হাত ক্ষতি গ্রস্ত হয়। হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জানা যায়, শিশুটির বাবা একজন রিকশা চালক ও তার মা বাসা-বাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরে।
এ ঘটনার পর কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, কদমতলী থানার শনিরআখড়া জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। আহত শিশুকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বোমা সদৃশ কোনো বস্তু বিস্ফোরণে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়।