প্রায় সবার ঘরেই একটি-দুটি বাঘ আছে! তারা আমাদের সঙ্গেই খায়। ঘুমায়। এমনকি শিকার করে বেড়ায় ধারেকাছে থেকেই! ঘাবড়ে গিয়েছ বুঝি? ভয় নেই। বাঘটির শক্তি নেই মোটে।তাই কামড়াবে না। হামলেও পড়বে না রাতবিরাতে।এমন ছোট্টমোট্ট বাঘ দেখেছ তুমি? আলবাত দেখেছ! আমাদের ঘরে যে বিড়ালটি থাকে, ভেবে দেখো তো, বাঘের সঙ্গে তার কি অমিল আছে? তেমন অমিল নেই বললেই চলে!
বিড়াল মানে বাঘ:হ্যাঁ, বিড়াল এক ধরনের বাঘ। বরং বলতে হয়, পৃথিবীর সব রকম বাঘ আসলে বিড়াল।চিতাও একটি বিড়াল। জাগুয়ার দেখেছ? সেও কিন্তু বিড়ালই। বড় বড় বিড়ালের শিকার বড়। তাইতো বাঘ হরিণ শিকার করে।সিংহ ঝাঁপিয়ে পড়ে বুনো গাইয়ের ওপর। ওদিকে বিড়াল মহাশয় শিকার করে বেড়ান ইঁদুর। কুকুর-বিড়াল অনেক তফাত:প্রায় ১২ হাজার বছর আগে কুকুর মানুষের পোষ মেনেছে। বিড়ালের বেলায় কিন্তু অমনটা হয়নি। বিড়াল বড়জোর সাত-আট হাজার বছর আগে মানুষের পোষ মেনেছে। অথচ দেখোই না, বিড়াল আর কুকুর দুটিই মানুষের ঘরে এসেছে গভীর বন থেকে।বিড়ালের জাতভাইয়েরা হচ্ছে বাঘ, সিংহ, চিতা। ওদিকে কুকুরের জাতভাইয়েরা হচ্ছে নেকড়ে, হায়েনা। কুকুর যেই না মানুষের পোষ মেনেছে, তার গেছে জাতভাইদের থেকে একদম বদলে গেছে! হয়ে শান্তশিষ্ট, গোবেচারা।