Dhaka 1:07 am, Saturday, 15 March 2025

হাজারীবাগের চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় এনামুল গ্রেফতার

রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ গ্রæপের মূলহোতা এনামুল হক হৃদয় (২৭) কে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মাদারীপুরের কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি রুজুকৃত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের মূলহোতা এনামুল হক হৃদয়কে শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মাদারীপুরের কালকিনী থানার কালকিনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মামলা রুজুর পরের দিন গত সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে দশ ঘটিকায় হাজারীবাগের রায়েরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী চাঁদাবাজ দলের অন্যতম সদস্য মোঃ রাতুল ইসলামকে গ্রেফতার করেছিল হাজারীবাগ থানা পুলিশ ও ডিবি-রমনা বিভাগ।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এনামুল হক হৃদয় গত শুক্রবার (১০ জানুয়ারি) মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গুলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিজে আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থলে থেকে নেতৃত্ব প্রদান করেছে ও ফাঁকা গুলি করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও তাকে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে।
প্রসঙ্গত, সেবা হোল্ডিং লিঃ এর নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মাণাধীন ভবনের টিনের বেষ্টনির ভেতর প্রবেশ করার চেষ্টা করে। উক্ত এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনি পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ উক্ত ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানকেসহ নির্মাণ শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভবনের মালিককে সেই নাম্বারে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। একইভাবে ৫ জানুয়ারি ২০২৫ তারিখেও এই সন্ত্রাসী দলের দুইজন সদস্য সেবা হোল্ডিং লিঃ এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে মর্মে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মাণাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রæপটি। গ্রেফতারকৃত এনামুল হক হৃদয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

হাজারীবাগের চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় এনামুল গ্রেফতার

Update Time : 08:11:12 pm, Sunday, 19 January 2025

রাজধানীর হাজারীবাগে চাঞ্চল্যকর চাঁদাবাজির ঘটনায় রুজুকৃত মামলায় অস্ত্রধারী সন্ত্রাসী ও চিহ্নিত চাঁদাবাজ গ্রæপের মূলহোতা এনামুল হক হৃদয় (২৭) কে গ্রেফতার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ।
শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫ খ্রি.) সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মাদারীপুরের কালকিনী থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। থানা সূত্রে জানা যায়, হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি রুজুকৃত চাঞ্চল্যকর চাঁদাবাজির মামলাটি তদন্তকালে ঘটনাস্থল ও আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার সাথে জড়িত অস্ত্রধারী চাঁদাবাজ দলের মূলহোতা এনামুল হক হৃদয়কে শনাক্ত করে পুলিশ। এরপর শুক্রবার সন্ধ্যা সাড়ে সাত ঘটিকায় মাদারীপুরের কালকিনী থানার কালকিনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এর আগে মামলা রুজুর পরের দিন গত সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে দশ ঘটিকায় হাজারীবাগের রায়েরবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে অস্ত্রধারী চাঁদাবাজ দলের অন্যতম সদস্য মোঃ রাতুল ইসলামকে গ্রেফতার করেছিল হাজারীবাগ থানা পুলিশ ও ডিবি-রমনা বিভাগ।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত এনামুল হক হৃদয় গত শুক্রবার (১০ জানুয়ারি) মোটরসাইকেল যোগে এসে অগ্নিসংযোগ ও গুলাগুলির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সে নিজে আগ্নেয়াস্ত্র হাতে ঘটনাস্থলে থেকে নেতৃত্ব প্রদান করেছে ও ফাঁকা গুলি করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজও তাকে অস্ত্র হাতে গুলি করতে দেখা গেছে।
প্রসঙ্গত, সেবা হোল্ডিং লিঃ এর নিরাপত্তা প্রহরী গোলাম কিবরিয়া খান (৪৯) হাজারীবাগ থানায় গত ১২ জানুয়ারি ২০২৫ তারিখে তার প্রতিষ্ঠানে অস্ত্রধারী সন্ত্রাসী কর্তৃক চাঁদা দাবির অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখ সন্ধ্যায় ১৫/২০ জনের একটি দুষ্কৃতকারী দল আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ৭/৮টি মোটরসাইকেলে করে হাজারীবাগের রোড নং-৭/এ এর ধানমন্ডির ৩নং হোল্ডিং-এ নির্মাণাধীন ভবনের টিনের বেষ্টনির ভেতর প্রবেশ করার চেষ্টা করে। উক্ত এলাকায় দায়িত্বরত হাজারীবাগ থানা পুলিশের একটি টিম তাৎক্ষণিক বাধা দেওয়ার কারণে তারা ভবনের সামনে পেট্রোল ঢেলে আগুন দিয়ে ভবনের নিরাপত্তা বেষ্টনি পুড়িয়ে দেয়। এসময় দায়িত্বরত পুলিশ দুষ্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা করলে তারা তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র দিয়ে ৭/৮ রাউন্ড ফাঁকা গুলি করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায়। এর আগে গত ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখ উক্ত ভবনে প্রবেশ করে এই সন্ত্রাসী দল মামলার বাদী গোলাম কিবরিয়া খানকেসহ নির্মাণ শ্রমিকদেরকে ভয়ভীতি প্রদান করে নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য বলে এবং তাকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে ভবনের মালিককে সেই নাম্বারে যোগাযোগ করতে বলে। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। একইভাবে ৫ জানুয়ারি ২০২৫ তারিখেও এই সন্ত্রাসী দলের দুইজন সদস্য সেবা হোল্ডিং লিঃ এর নির্মাণাধীন বিল্ডিংটিতে গিয়ে নির্মাণ শ্রমিকদেরকে নির্মাণ কাজ বন্ধ করে চলে যেতে বলে এবং ভয়ভীতি প্রদর্শনের জন্য তাদের সাথে থাকা আগ্নেয়াস্ত্র হতে এক রাউন্ড ফাঁকা গুলি করে। এসময় ভবন নির্মাণ কাজ চালু রাখতে হলে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা প্রদান করতে হবে মর্মে জানায়। এছাড়াও আশপাশের আরও কয়েকটি নির্মাণাধীন প্রজেক্টের ম্যানেজারদের ফোন করে চাঁদা দাবি করে এ সন্ত্রাসী গ্রæপটি। গ্রেফতারকৃত এনামুল হক হৃদয়ের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।