আগামী ১০ বছরের মধ্যে বাংলাদেশকে থ্যালাসেমিয়ামুক্ত করতে একটি সুপরিকল্পিত কর্মপন্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, বিয়ের আগে রক্তপরীক্ষা বাধ্যতামূলক করা এবং সচেতনতা বাড়িয়ে এ রোগ প্রতিরোধ করা সম্ভব।
বুধবার (৭ মে) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আয়োজিত ‘আন্তর্জাতিক থ্যালাসেমিয়া দিবস ২০২৫’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য— ‘থ্যালাসেমিয়ার জন্য সামাজিক ঐক্য গড়ি, রোগীর অগ্রাধিকার নিশ্চিত করি’— তুলে ধরে উপদেষ্টা বলেন, “সঠিক স্ক্রিনিং ও সচেতনতা থাকলে থ্যালাসেমিয়া পুরোপুরি প্রতিরোধযোগ্য।”
তিনি জানান, প্রতি বছর এই রোগে আক্রান্তদের চিকিৎসায় রাষ্ট্রীয় বা পারিবারিক পর্যায়ে ২ থেকে ১০ হাজার কোটি টাকার ব্যয় হয়, যা কমিয়ে আনা সম্ভব রক্ত পরীক্ষার মাধ্যমে নিজের বাহক অবস্থা জেনে নেওয়ার মাধ্যমে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ডা. মো. সেলিমুজ্জামান ও পরিচালক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক।
অনুষ্ঠানে থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে বিশেষ কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা।