
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাগচাপাইর গ্রামের এক শিক্ষকের বাড়িতে বুধবার সন্ধ্যায় সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় গোলামনবী পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর হোসেনের বাড়িতে ৫০-৬০ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। তারা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে তিন লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা চলে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষক জাহাঙ্গীর হোসেন বলেন তুচ্ছ বিষয় নিয়ে গত দুইদিন আগে পিয়াসের সাথে ইথেনের সাথে ঝগড়া হয়।বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য বুধবার বিকেলে শালিস বৈঠক বসার কথা।সে মোতাবেক সবাই শালিসস্থলে পৌছালে ওই পক্ষের লোকজন আমাদের বাড়িতে ঢুকে ভাংচুর করে,লুটপাট শুরু করে এসময় তাদের বাধা দিতে গেলে বাড়ির মহিলাদের উপর হামলা করে শ্লীলতাহানি ঘটায়।
এ বিষয়ে জাহিদ হাসান পিয়াস বাদী হয়ে আবু সিদ্দিক,ইথেন,ফয়সাল সহ ২২ জনের নাম উল্লেখ করে ৫০/৬০জন অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করেছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক ইসমাইল হোসেন জানান,অভিযোগের ভিত্তিতে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তথ্য যাচাই-বাছাই করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।