
‘ডাইনি’ ওয়েব সিরিজের নেপথ্য কাহিনী শোনানোর সময় সম্প্রতি সমাজে নারীদের অবস্থান নিয়ে কথা বললেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। ভারতে ‘ডাইনি’ প্রথা বন্ধ হওয়া প্রসঙ্গে মিমি বলেন, যেদিন নারী-পুরুষ পুরোপুরিভাবে সমানাধিকার পাবে, সেদিন এই প্রথা বন্ধ হবে। মূলত মহিলারাই এই সমাজের খলনায়ক। আমরা এ রকম জামা-কাপড় পরি বলে এটা হয়। আমার স্বামীর মৃত্যু হয়েছে মানে আমার দোষ।
অল্প বয়সে বিয়ে, তারপর স্বামীর মৃত্যুর পর আজীবন আমাকে ন্যাড়া হয়ে থাকতে হবে। অনেক শিক্ষিত পরিবারেই বলতে শুনেছি ছেলেরা তো একটু মারবেই। আমার মা একদিন বলছিল, আজকাল এত সংসার ভেঙে যাচ্ছে। আমি তখন মা’কে বললাম, মা সংসার ভেঙে যাচ্ছে না। মানুষ সঠিক দিকটা বেছে নিচ্ছে। স্বদেশকে নিয়ে দুঃখ প্রকাশ করে মিমি বললেন, সমাজমাধ্যমে কমেন্ট সেকশনে মেয়েদের গালিগালাজ করে, ধর্ষণের হুমকি দিয়ে চলে যায়, এই জন্যই আমি আমার ট্রলারদের আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলাম। সবসময় উপেক্ষা করলে ওরা ভাবে যেটা করছে সেটা ঠিক। আর যারা এই ধরনের হুমকি দিতে পারে তারা মনে করে কোনো মেয়ের হাত ধরে টানলে কোনো ভুল নেই। কোনো মেয়ের বুকের খাঁজের দিকে তাকানোটাও ঠিক। আমি দুঃখিত সেই সব বাচ্চাদের জন্য, যারা এই ভেবে বড় হচ্ছে যে নারীদের এসব বলাই যায়।