
নির্মাতা সঞ্জয় সমদ্দারের মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘ইনসাফ’। যেখানে এক ঝলকে দেখা গেছে মোশাররফ করিমকে। চোখে সানগ্লাস, মুখভর্তি দাড়ি, পোশাকে রক্তের দাগ, হাতে কুড়াল, ঘাড়ে ঝুলানো স্টেথোস্কোপ- এমন ভয়ঙ্কর রূপেই হাজির হলেন এই অভিনেতাবড়পর্দায় মোশাররফ করিমকে এর আগে জীবনঘনিষ্ঠ বিভিন্ন চরিত্রে দেখা গেছে। তবে এমন লুকে এবারই প্রথম ধুন্ধুমার অ্যাকশন সিনেমায় কাজ করছেন তিনি। গতকাল রবিবার সন্ধ্যায় সিনেমাটির দ্বিতীয় পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা। ক্যাপশনে লিখেছেন,
‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’নির্মাতা আগেই জানিয়েছিলেন, অ্যাকশন থ্রিলারধর্মী গল্পের সিনেমা এটি। যেখানে দানবীয় রূপে দেখা যাবে মোশাররফ করিমকে। পোস্টার উন্মোচন যেন সেটারই আভাস দিল। পোস্টারটি শেয়ার করেছেন অভিনেতা মোশাররফ করিম নিজেও।এতে আরও অভিনয় করছেন শরীফুল রাজ ও তাসনিয়া ফারিণ। আসন্ন কোরবানির ঈদে সিনেমাটি বড়পর্দায় মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।উল্লেখ্য, ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে নির্মাতা-অভিনেতা শরাফ আহমেদ জীবনের সরকারি অনুদানের সিনেমা ‘চক্কর ৩০২’। এতে পুলিশ কর্মকর্তা মইনুলের চরিত্রে বাজিমাত করেছেন মোশাররফ করিম।